সাধু রামচাঁদ মুর্মু,পণ্ডিত রঘুনাথ মুর্মু ,লাল শুকরা ওরাওঁ ,বিরসা মুন্ডা ও সিধু কানহু স্মৃতি পুরস্কার ":২০২৪-২০২৫ -তারিখ বর্ধিত ১৭ সেপ্টেম্বর বিকাল ৫.৩০

পশ্চিমবঙ্গ সরকার
অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন অধিকার
৮, লায়ন্স রেঞ্জ, মিত্র বিল্ডিং, ৩য় তল, কলকাতা- ৭০০০০১
ই-মেইল: bcw.comm@gmail.com   দুরভাষ: ০৩৩-২২৩০-৮২৩৭/ ২২৩০-২২১০


 স্মারকলিপি নং   ৬৩৯/বি.সি.ডব্লিউ.টি.ডি                                                                     তারিখ: ১১/০৯/২০২৪
 বিজ্ঞপ্তি


 "সাধু রামচাঁদ মুর্মু, পশ্তিত রঘুনাথ মুর্সু, লাল শুকরা ওরাওঁ, বিরসা সুন্ডা ও সিধু কানহু স্মৃতি পুরস্কার" :২০২৪-২০২৫


আদিবাসী সম্প্রদায়ের গুণীজনদের স্বীকৃতি স্বরূপ "সাধু রামচাঁদ মুর্মু, পন্ডিত রঘুনাথ মুর্মু লাল শুকরা ওরাওঁ,বিরসা মুন্ডা ও সিধু কানহু স্মৃতি পুরস্কার" প্রবর্তন করা হয়। বিগত ২০০২ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার নিরবচ্ছিন্ন ভাবে এই শ্বীকৃতি প্রদান করে আসছে। বিগত বছরের ন্যায় চলতি বছরেও উপরোক্ত পাঁচটি পুরস্কার প্রদান করার উদ্দেশ্যে আদিবাসী জনগণের মধ্য থেকে গুণী ব্যক্তিদের আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।


 বিবেচ্য ক্ষেত্র ও বিবেচ্য ব্যক্তির যোগ্যতা:
১। সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার: এই পুরষ্কার আদিবাসী ভাষায় রচিত সাহিত্য কর্মের উপর প্রদান করা হয় বিবেচ্য ব্যক্তির সৃষ্ট সাহিত্য কর্মই একমাত্র বিবেচিত হবে। প্রকাশিত গ্রন্থ বা পান্ডলিপি ৩ কপি পাঠাতে হবে।


 ২। পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার: এই পুরষ্কারচারু-কারু-শিল্পেরজন্য প্রদানকরা হয়। ন্যুনতম ১০
 বৎসরের ধারাবাহিক কার্যক্রম এবং অনুকরণযোগ্য অবদান থাকতে হবে। শিল্পকর্মের নমুনা বা আসল
 নিদর্শন পাঠাতে হবে।

 ৩। লাল শুকরা ওরাওঁ স্মৃতি পুরস্কার: শিল্পকলা প্রদর্শন (পারফর্মিং আর্টস) ও উৎকর্ষেবিশেষ অবদানের
 জন্য এই পুরস্কার প্রদান করা হয়। সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, কথকতা,স্বল্প দৈর্ঘ্যের কাহিনী-চিত্র
 ইত্যাদি কলাশিল্পের ন্যুনতম ১০ বৎসরের ধারাবাহিক কার্যক্রম এবং অনুকরণযোগ্য অবদান থাকতে
 হবে। শিল্পকর্মের নমুনা বা আসল ক্যাসেট/সিডি অডিও-ভিডিও রেকর্ড আকারে পাঠাতে হবে।


 ৪। বিরসা মুন্ডা স্মৃতি পুরস্কার: বিজ্ঞান ক্ষেত্রে বিশেষ অবদানের বিষয় বিবেচিত হবে।ন্যুনতম ১০
 বৎসরের ধারাবাহিক কার্যক্রম এবং অনুকরণযোগ্য অবদান থাকতেহবে।নমুনা/শংসাপত্রের প্রত্যয়িত
 নকল(৩কপি) পাঠাতে হবে।


 ৫। সিধু কানহু স্মৃতি পুরস্কার:- সমাজকল্যাণমূলক কাজের (আদিবাসী সম্প্রদায়ের মানুষের শিক্ষা ও
 স্বাস্থ্যের উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ ,নারী সশক্তিকরণ ইত্যাদি) ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের বিষয়
বিবেচিত হবে। ন্যুনতম ১০ বৎসরের ধারাবাহিক কার্যক্রম এবং অনুকরণযোগ্য অবদান থাকতে হবে।
 নমুনা/শংসাপত্রের প্রত্যয়িতনকল (৩ কপি) পাঠাতে হবে।


 * শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের গুণিজনেরাই পাঁচটি পুরক্কারের জন্যবিবেচিত হবেন।
 * আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
 * ০১/০১/২০২৪ তারিখঅনুযায়ীআবেদনকারীর বয়স ন্যুনতম ২৫ বৎসর হতে হবে।
 * আবেদনপত্রের সাথে থাকা গ্রন্থ /ক্যাসেট/ অডিও/ভিডিও অবশ্যই আদিবাসী ভাষায় হতে হবে।
 * "পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার"- এর ক্ষেত্রে চারু কারু শিল্পের নমুনা এবং "সিধুকানহু স্মৃতি পুরস্কার"-এর ক্ষেত্রে সমাজকল্যাণমূলক কাজের নমুনা কর্মস্থলে গিয়ে পরিদর্শন করা হতে পারে।
 * যে কোনো আবেদনগ্রহণ/খারিজ করার সম্পূর্ণ অধিকার সিলেকশন কমিটির আছে।


 বিবেচ্য ব্যক্তির সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি এবং সাদা কাগজে নাম,ঠিকানা,ফোন/মোবাইলনং, জন্মতারিখ, বর্তমান বয়স, যোগ্যতা ইত্যাদি উল্লেখ করে তাঁর অবদান বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে। আবেদনকারীর নাম ও ঠিকানাসহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় স্বহস্তে/ডাকযোগে অথবা ই-মেইলেরমাধ্যমে ১৭ই সেপ্টেম্বর (৯ই সেপ্টেম্বরের পরিবর্তে) বিকাল ৫.৩০ টার মধ্যে পাঠাতে হবে।

দরখাস্তসহ আবেদনপত্র পাঠানোর ঠিকানা-

মহাধ্যক্ষ, অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন অধিকার, পশ্চিমবঙ্গ সরকার
৮, লায়ন্স রেঞ্জ, মিত্র বিল্ডিং, ৩য় তল, কলকাতা- ৭০০০০১

ই-মেইল : adivasign@gmail.com    দুরভাষ: ০৩৩-২২৩০-৮২৩৭/ ২২৩০-২২১০


                                                                                                              প্রকল্প আধিকারিক (হেড কোয়ার্টার)
                                                                                               অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন অধিকার

Attachments